ঢাবি প্রতিনিধি: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না ছাত্রশিবিরের। শিবিরের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হেনস্তার মুখোমুখিও হতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও যে সেই আন্দোলনে সক্রিয় ছিলেন, ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির কখনও প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। বিএনপি শাসনামলেও ছাত্রদলের বাধার মুখে পড়েছে তারা।
এখন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদল কী অবস্থান নেবে, এই প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন রাইজিং ক্যাম্পাসকে বলেন, “বাংলাদেশে ৭১ পরবর্তী ৩টি গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বন্দোবস্ত যা হওয়ার হয়েছে। এখন চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে রাজনীতি করবে, কে করবে না সেটা সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কেউ না।
Prev Post
Next Post
You might also like