বানিয়াচংয়ে মসজিদের দানবাক্সের টাকা গণনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর বানিয়াচং সদরের ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর জামে মসজিদে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মজলিশপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা আনোয়ারুল হক জুম্মার নামাজের পর মসজিদের দানবাক্সের মধ্যে জমাকৃত টাকা গুনতে বসেন। এসময় কিছু লোক মোতাওয়াল্লীকে দানবাক্সের টাকা গুনতে নিষেধ করেন। এতে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়টি এলাকায় প্রচারিত হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড়ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। আহত ছাদেক মিয়া, আলেক মিয়া, মনছুর মেম্বার, শামীম মিয়া, রাশেদ মিয়া, ডালিম মিয়া, আব্দুল হামিদ, জুবেদ মিয়া, বাচ্চু মিয়া, আজাদ মিয়া, সাজু মিয়া, জিয়াউর সহ আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতদের অনেকে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
খবর পেয়ে স্থানীয় মুরুব্বিগণ, বানিয়াচংয়ে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্য, পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম জানান, মসজিদে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।