মেহরাব হোসেন, ববিঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও প্রক্টোরিয়াল কমিটির অন্য পাঁচ সদস্য।
ববির রেজিস্ট্রার মনিরুল ইসলাম বেলা পৌনে একটার দিকে এ তথ্য জানান।
তিনি জানান, ব্যক্তিগত কারণে ওই সাতজন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন।
এদিকে ববির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের পক্ষে- বিপক্ষে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত হয়ে বিক্ষোভ করেন।
গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুদ্দোজা ভূঁইয়া।
রেজিস্ট্রার মো মনিরুল ইসলাম বলেন, ‘ভিসি বদরুদ্দোজা ভূঁইয়া ও প্রক্টর আবদুল কাইউমসহ প্রক্টোরিয়াল বডির ছয় সদস্য পদত্যাগ করেছেন।’