মাভাবিপ্রবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৪ আগস্ট থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আগামীকাল ১৪ই আগস্ট না ফেরার দেশে চলে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান-১৪ ব্যাচের শিক্ষার্থীর ইকরামুল হক সাজিদ।
আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা সম্পূর্ণ হয়। পরবর্তীতে সাজিদের লাশ তার গ্রামের বাড়ি বিলকুকড়ি, ধনবাড়ী, টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়।
সকাল ১০ ঘটিকায় বাওইজান সরকারি প্ৰাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নিজ গৃহের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
ইকরামুল সাজিদের জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বাসে করে তার গ্রামের বাড়িতে যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানাজায় অংশগ্রহণ ও দাফন কাজ শেষ করে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। সেখানে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা সাজিদের বাবার কাছে তার দেশের জন্য আত্মত্যাগ ও বীরত্বগাঁথা ভূমিকা তুলে ধরেন পাশাপাশি তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
সাজিদের বাবা জিয়ারুল হক তার ছেলের জন্য শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে নিজের অশ্রুসিক্ত অভিব্যক্তি প্রকাশ করেন।
মো.জাহিদ হোসেন/