পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এএফপিকে ওই কর্মকর্তা বলেন, ‘আমি কেবল এইটুকু তথ্য নিশ্চিত করতে পারি যে ইরানের অভ্যন্তরে ঘাঁটি গেড়ে বসা পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে সেখানে হামলা চালানো হয়েছে।’
এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রায় একই তথ্য জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বিভিন্ন জঙ্গি আস্তানা লক্ষ্য করে সুসংগঠিত এবং নির্ভুল সামরিক হামলা পরিচালিত হয়েছে।’
আইএসআইএর অপর একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের দুই বিছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির বেশ কয়েকটি স্থাপনা ও গোপন আস্তানা রয়েছে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে। সেই সব স্থাপনা ও আস্তানাকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা।