The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহত

ববি প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফির। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) মাঝরাতে কুমিল্লার ময়নামতি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার৷

রাকিব হাসান রাফি মার্কেটিং বিভাগ থেকে স্নাতক পাশকরে বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড এর টেরটরি অফিসার পদে কর্মরত ছিলেন৷ তিনি এর আগে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ রাফি গ্রামের বাড়ি বাগেরহাটের মনিগজ্ঞ গ্রামে৷ সেখানেই তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে৷

এদিকে রাফির এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইয়ুম, ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.