রাবিপ্রবি প্রতিনিধিঃ দেশব্যাপী হরতাল, অবরোধ ও সহিংসতার কারণে আগামী ২ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। দুপুরে এক মৌখিক বিবৃতিতে এমন সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
পরীক্ষার স্থগিতের বিষয়ে জুয়েল সিকদার (প্রক্টর) বলেন ” সার্বিক পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলো যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি”।
এদিকে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ বলেন” শিক্ষার্থীদের নিরাপত্তার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেগুলো ক্লাস অনলাইনে আছে তা অনলাইনে চলমান থাকবে আর সশরীরে ক্লাসের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেয়া হবে।