The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪০ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে বিভাগের দুজন শিক্ষক ও চতুর্থ বর্ষের ৩৮ শিক্ষার্থী রয়েছেন। গতকাল বুধবার (৪ অক্টোবর) সকালে তাদের কক্সবাজারে ফেরার কথা থাকলেও আবহাওয়ার তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় বৃহস্পতিবারও তারা ফিরতে পারেননি।

শিক্ষা সফরে থাকা আবদুল বারেক নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তাদের আটকে পড়ার বিষয়টি জানান। আবদুল বারেক লেখেন, সেন্টমার্টিনে শিক্ষা সফরে এসে প্রচণ্ড লঘুচাপ এবং সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা দুদিনের বদলে তৃতীয় দিন পার করছি৷ আগামীকালও (শুক্রবার) নাকি শিপ চলাচল বন্ধ। এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার (১ অক্টোবর) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও সহযোগী অধ্যাপক নুসরাত সুলতানার তত্ত্বাবধানে ৩৮ জন শিক্ষার্থী দুদিনের র‌্যাগ ট্যুরে সেন্টমার্টিন যান। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা সেখানে আটকা পড়েন। পর্যাপ্ত দিনের আলো না থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গনমাধ্যমকে বলেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই নিরাপদে এবং সুস্থ আছে। আগামীকাল শুক্রবার জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে। জাহাজ ছাড়লেই তারা ব্যাক করবে। আশা করি কোনো সমস্যা হবে না।

You might also like
Leave A Reply

Your email address will not be published.