The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪

যবিপ্রবিতে গাইবান্ধা জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও কমিটি গঠন

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গাইবান্ধা জেলা এসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ এবং ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গাইবান্ধা জেলা এসোসিয়েশন, যবিপ্রবির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ডাঃ এম আর খান মেডিকেল সেন্টার এর তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একপর্যায়ে গাইবান্ধা জেলা এসোসিয়েশন এর কার্যক্রমকে গতিশীল রাখতে অতিথিদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো: জোনায়ের হোসেন’কে আহ্বায়ক ও একই সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী মো: নাহিদ হাসান’কে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির বলেন, আমরা যখন পড়াশোনা করতাম তখন গাইবান্ধা এসোসিয়েশন পেতাম না সময়ের পরিবর্তনে এখন আমরা সব জায়গায় অবস্থান তৈরি করেছি। বাংলাদেশের প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের ছেলে মেয়েরা রয়েছে। যবিপ্রবিতে তোমরা একত্রিত হতে পেরেছ, একটি এসোসিয়েশন দাঁড় করিয়েছো। সবাই নিজেরা একত্রিত হয়ে থাকবে এবং একে অপরের বিপদ-আপদে এগিয়ে আসবে। কোন সমস্যার সম্মুখীন হলে শিক্ষকদের সহযোগিতা নিবে।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমান বলেন, আমি আনন্দিত বোধ করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলা অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। একটি এসোসিয়েশনের মাধ্যমে তোমরা সবাই মিলেমিশে থাকতে পারবে এবং বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে একসাথে সবাই মিলে তার সমাধান করতে পারবে। এর মাধ্যমে সবার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, আমরা গর্বিত অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন স্যার এর মত একজন অল রাউন্ডার উপাচার্য পেয়েছি। যার মেধা ও মনশীলতায় যবিপ্রবি এখন দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। যিনি নিজে একজন গবেষক এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি ইউনিক বিশ্ববিদ্যালয় পরিণত করেছে।

পুষ্ঠি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো: সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাফিউল হাসান, ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. শর্মিলা জাহান, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল ওয়াহেদ, গণিত বিভাগের প্রভাষক মো: রায়হান প্রধান সহ গাইবান্ধা জেলার যবিপ্রবি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. যবিপ্রবিতে গাইবান্ধা জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও কমিটি গঠন

যবিপ্রবিতে গাইবান্ধা জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও কমিটি গঠন

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গাইবান্ধা জেলা এসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ এবং ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গাইবান্ধা জেলা এসোসিয়েশন, যবিপ্রবির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ডাঃ এম আর খান মেডিকেল সেন্টার এর তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একপর্যায়ে গাইবান্ধা জেলা এসোসিয়েশন এর কার্যক্রমকে গতিশীল রাখতে অতিথিদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো: জোনায়ের হোসেন'কে আহ্বায়ক ও একই সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী মো: নাহিদ হাসান'কে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির বলেন, আমরা যখন পড়াশোনা করতাম তখন গাইবান্ধা এসোসিয়েশন পেতাম না সময়ের পরিবর্তনে এখন আমরা সব জায়গায় অবস্থান তৈরি করেছি। বাংলাদেশের প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের ছেলে মেয়েরা রয়েছে। যবিপ্রবিতে তোমরা একত্রিত হতে পেরেছ, একটি এসোসিয়েশন দাঁড় করিয়েছো। সবাই নিজেরা একত্রিত হয়ে থাকবে এবং একে অপরের বিপদ-আপদে এগিয়ে আসবে। কোন সমস্যার সম্মুখীন হলে শিক্ষকদের সহযোগিতা নিবে।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমান বলেন, আমি আনন্দিত বোধ করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলা অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। একটি এসোসিয়েশনের মাধ্যমে তোমরা সবাই মিলেমিশে থাকতে পারবে এবং বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে একসাথে সবাই মিলে তার সমাধান করতে পারবে। এর মাধ্যমে সবার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, আমরা গর্বিত অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন স্যার এর মত একজন অল রাউন্ডার উপাচার্য পেয়েছি। যার মেধা ও মনশীলতায় যবিপ্রবি এখন দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। যিনি নিজে একজন গবেষক এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি ইউনিক বিশ্ববিদ্যালয় পরিণত করেছে।

পুষ্ঠি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো: সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাফিউল হাসান, ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. শর্মিলা জাহান, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল ওয়াহেদ, গণিত বিভাগের প্রভাষক মো: রায়হান প্রধান সহ গাইবান্ধা জেলার যবিপ্রবি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন