The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবিতে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধিঃ প্রায় ৭ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন – ২০২৩ আয়োজনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মেলন কক্ষে এ সভা আয়োজিত হয়। এসময় শাখা ছাত্রলীগের নেতৃবন্দ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নেতাকর্মীরাসহ প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

সভায় তারেকুল ইসলাম তারেক ও ইমরান হোসেন সেতুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন ও দপ্তর সম্পাদক বাবুল হোসেন রনিসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, এ কর্মীসভার মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্ব চাই যাদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে। এছাড়াও সামনের জাতীয় নির্বাচন স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন বানচাল করতে না পারে সেটাই আপনাদের প্রতি চাওয়া। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে কর্মীসভা শেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমতি নিয়ে একটি সুসংঠিত হল ইউনিট ঘোষণা করতে। সে লক্ষ্যেই আপনারদের সবার সহযোগিতা চাই।

সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন বলেন,আমরা যখন দায়িত্ব পেয়েছি তখন থেকেই শপথ নিয়েছি হলগুলোর কমিটি আমরা দিয়ে যাবো। সে লক্ষ্যেই আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে হল কমিটি করবো। দীর্ঘ ৭ বছর হলকমিটি না থাকায় হলগুলোতে সাংগঠনিক শিথিলতা ও জট তৈরি হয়েছে। আজকের এই কর্মীসভার মাধ্যমে নতুন ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করি।আমরা পাওয়ার প্র‍্যাকটিস নয় পলিসি প্রাকটিসের মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। যারা সামনে হল কমিটির নেতৃত্বে আসবেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর।

উল্লেখ্য,সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরপর প্রায় সাত বছর হতে চললেও জাবি শাখা ছাত্রলীগের কোন কর্মীসভা ও হল কমিটি গঠিত হয়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.