The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

সিঙ্গাপুর জয় করা কিশোরীদের বিমানবন্দরে অভ্যর্থনা ও মিষ্টিমুখ

সিঙ্গাপুরকে হারিয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড -২ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারিয়ে খুব দ্রুতই হোটেলে ফিরতে হয়েছে রুমা-প্রীতিদের। কারণ সিঙ্গাপুর সময় ভোররাত সাড়ে তিনটায় ফ্লাইট। ইউএস বাংলার ফ্লাইটযোগে ঢাকায় আজ সকাল সাড়ে ছয়টায় পৌঁছায় সিঙ্গাপুর জয় করা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি সবার হাতে একটি করে ফুলের স্টিক তুলে দেন।ফুলেল শুভেচ্ছার পাশাপাশি এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়া দলের সবাইকে মিষ্টিমুখ করান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তবে নির্বাহী কমিটির কেউ বিমানবন্দরে উপস্থিত ছিলেন না।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে ছিল। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ ও পরের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড -২ নিশ্চিত করেছে বাংলাদেশ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.