The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

ঢাবির সূর্য সেন হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া। সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী ৩ শর্তে আগামী তিন বছরের জন্য ড. জাকির হোসেন ভূইয়া কে হল প্রভোস্ট হিসাবে নিয়োগ দেন।

শর্তগুলো হলো- সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসকে ধন্যবাদ জানাই। আমার পরিকল্পনা ছাত্রদের ঘিরে। ছাত্রদের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং তাদের সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, সে প্রচেষ্টা সবসময় থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ঢাবির সূর্য সেন হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন

ঢাবির সূর্য সেন হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া। সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী ৩ শর্তে আগামী তিন বছরের জন্য ড. জাকির হোসেন ভূইয়া কে হল প্রভোস্ট হিসাবে নিয়োগ দেন।

শর্তগুলো হলো- সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসকে ধন্যবাদ জানাই। আমার পরিকল্পনা ছাত্রদের ঘিরে। ছাত্রদের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং তাদের সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, সে প্রচেষ্টা সবসময় থাকবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন