বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জানা গেছে এবারের গড় পাসের হার ৭৬.০৯।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।
৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় সব মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৭১০ জন বেশি।
ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীরা।