ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলসমূহ বন্ধ হচ্ছে আগামী ১৭ এপ্রিল (সোমবার) থেকে। বুধবার (১২ এপ্রিল) প্রভোস্ট কাউন্সিলের মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
ড. দেবাশীষ শর্মা জানান, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ছুটি শুরু হচ্ছে সোমবার থেকে। সেই সাথে এইদিন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে ১২ দিনের ছুটিশেষে আগামী ২৯ এপ্রিল (শনিবার) সকালে হলগুলো খুলে দেয়া হবে এবং ২৮ এপ্রিল সকল অফিসসমূহ খুলবে।
এর আগে, গত ২৩ মার্চ থেকে টানা ৪০ দিন হল খোলা রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে এই সময়ে বিভাগ গুলো চাইলে তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পেরেছে।