আয়ারল্যান্ডের সাথে টেস্টের প্রথম দিন মি ক্যাপ্টেন ছিলেন অনেকটাই নির্লিপ্ত। টস করা আর বোলার ব্যবহার ছাড়া সে অর্থে কার্যকর ভূমিকায় দেখা যায়নি সাকিব আল হাসানকে। সারা দিন পর অধিনায়ক ৬৬ নম্বর ওভারে বল হাতে নেন। ৩ ওভার করেই টানেন ইতি।
কিন্তু পরের দিন সাকিবকে দেখা গেলো অন্যরূপে। পাঁচ নম্বরে নেমে নিজের মত করে খেলে প্রায় শতরানের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সাকিব। কিন্তু ৮৭ রান করে থামতে হয় তাকে। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় সাজঘরে।
টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের ৫৪ বলে। ৪৫ বলে ফিফটি করা সাকিবের পক্ষে সেই রেকর্ডটি ভাঙা সম্ভব ছিল না আজ। তবে ব্যাটিংয়ে নামার আগে নাকি সাকিব দ্রুততম টেস্ট সেঞ্চুরির কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। কিন্তু পাপন তাকে শান্ত করে বলেন, এত আবেগতাড়িত হওয়ার কিছু নেই।
আজ বুধবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব আমার সঙ্গে শেষ আলাপে বলেছিল-আমি দ্রুততম টেস্ট সেঞ্চুরি করতে চাই। আমি তাকে বলেছি, নাহ, অত আবেগতাড়িত হওয়ার কিছু নেই। আগে ঠান্ডা মাথায় হাফসেঞ্চুরিটা করো। তারপর দেখা যাবে।’