বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় থাকা ৪৫তম সাধারণ বিসিএসে ডেন্টাল সার্জনের ৯৮টি পদ থাকবে। গত মাসের মাঝামাঝিতে স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘আসন্ন ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এর উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তিতে ডেন্টাল সার্জনের জন্য ৯৮টি পদ নিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
এটি একটি বড় খবর উল্লেখ করে তিনি বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসে ২৫০ জন ডেন্টাল সার্জনের নিয়োগ হয়। ডেন্টাল সার্জনের ইতিহাসে এটি ছিল একটি বড় নিয়োগ। এর পরে গত ১০ বছরে এক বিসিএসে এতো অধিক (৯৮ ডেন্টাল সার্জন) সংখ্যক ডেন্টাল সার্জনের নিয়োগের ইতিহাস নেই। এটি নিয়োগপ্রত্যাশী ডেন্টাল সার্জনদের জন্য উৎসাহব্যঞ্জক খবর। যাদের চাকরি নেই, এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ তথ্যের মাধ্যমে ডেন্টাল সার্জনরা সরকারি চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন।’
আগামী নভেম্বরের যে কোনো সময় ৪৫তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিভিন্ন ক্যাডারের পদ সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।