বুধবার (২২ মার্চ) রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী সমাবেশ ও প্রতিভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু, এম.পি অনলাইনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং সকলের সার্বিক উন্নতি ও কৃষি বিভাগের সফলতা কামনা করেন। আরো উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহজাহান আলী, প্রফেসর ড. মো: হারুন-অর- রশিদ (আশকারি), ই.বি, অর্থনীতি বিষয়ের অধ্যাপক ড. আ.ন.ম.রেজাউল করিম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: শহীদুর রহমান, বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর এস. এম হাসিবুর রশিদ তামিম,কৃষি বিভাগের প্রধান মো: জাহিদুল আমিন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইফ্ফাত জাহান হীরা, প্রভাষক মরিয়ম বেগম, উম্মে হানী ও কৃষিবিদ হাসিবুল হাসান।
আলোচনা শেষে প্রীতিভোজে কৃষি বিভাগের এগ্রোনমি ফিল্ড এন্ড হর্টিকালচার ফর্মে উৎপাদিত সবজি দিয়ে সবজি খিচুরি, মুরগির রোস্ট ও ডিম পরিবেশন করা হয়।