সাকিবুল ইসলাম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মচারী সমিতির (জবিকস) সভাপতি পদে উপ-নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ ভোটের ব্যবধানে জয় লাভ করে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র অফিস সহকারী শরিফুল ইসলাম।
মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কক্ষ নং-১১৭ এ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মশিরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৯৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করে ৯০ জন। তন্মধ্যে ৬টি ভোট বাতিল হয় এবং ৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
নির্বাচনে সর্বাধিক ৫৭ ভোট পেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সিনিয়র কর্মচারী শরিফুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। আর অপর প্রতিদ্বন্দ্বী জামাল হোসাইন পান ২৭ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মনিরুল ইসলাম সরকার ও মোহা. আব্দুল মালেক। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং পুলিং অফিসার হিসেবে সেকশন অফিসার বিশ্বজিৎ মল্লিক দায়িত্ব পালন করেন।