The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

এক গাভি একসঙ্গে জন্ম দিল ৪ বাছুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকায় একটি গাভি একসাথে চারটি বাছুর জন্ম দিয়েছে। এর মধ্যে তিনটি বকনা ও একটি এঁড়ে বাছুর। এমন বিরল ঘটনায় জন্ম দেওয়া চার বাছুর দেখতে রমজান আলীর বাড়িতে এলাকাবসি ভিড় জমাচ্ছে।

ডারারপাড় এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলী। রমজান বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে আমাকে একটি দেশি গরু দিয়েছিল। আমি গরুটি লালনপালন করে বিক্রি করে দিই। পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভি কিনি। কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। গতকাল সকালে গাভিটি চারটি বাছুরের জন্ম দিয়েছে। এর মধ্যে তিনটি বকনা ও একটি এঁড়ে বাছুর।’

রমজান আলী আরো জানান, তিনি আরো চারটি বিদেশি গরু পালেন। তবে এই প্রথম একটি গাভি চারটি বাছুরের জন্ম দিল। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়। তাঁর গাভিটি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। এতে তিনি ভীষণ খুশি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান বলছেন, এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.