প্রতিবারের মতো এবারও এমবিবিএস ভর্তি পরীক্ষার সফলতা দেখিয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবারও এই কলেজের অর্ধশত শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা। এছাড়াও আজিজুলিয়ান ফ্রেকর্স নামের এক ফেসবুক পেজ থেকে ৫০ জন শিক্ষর্থীর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে পোস্ট পোস্ট করতে দেখা গেছে। এতে দেখা যায় এবারও সরকারি আজিজুল হক কলেজের ৫০ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন। এই তালিকায় এগিয়ে আছেন মেয়েরা, তারা সুযোগ পেয়েছেন ৩২ জন। ছেলেরে সুযোগ পেয়েছেন ১৮ জন।
সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখার (ইনচার্জ) সহকারী অধ্যাপক সুব্রত কুমার সাহা জানান, এ বছর শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ৬৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৬৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করে ৬৯০ জন। তার মধ্যে এবারে অন্তত ৫০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।