The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে কবির আহমদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার ( ১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে চকরিয়ার পাশের ইউনিয়ন লামার ফাঁশিয়াখালী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির আহমদ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কবির আহমদ পেশায় একজন কৃষক। পাশাপাশি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় তিনি গতকাল সকালে পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি জঙ্গলে ঢুকে লাকড়ি আহরণ করছিলেন। এসময় একটি হাতি এসে শুঁড় দিয়ে ধরে পায়ের তলায় পিষ্ট করে তাকে মেরে ফেলেন। পরে দুপুর পর্যন্ত তিনি ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজেতে গেলে ঘটনাস্থল থেকে কবির আহমদের লাশ উদ্ধার করা হয়।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে হাতির আক্রমণের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.