The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

জাঁকজমকপূর্ণ আয়োজনে নারী আইপিএলের উদ্বোধন

প্রমিলা ক্রিকেটারদের নিয়ে ভারতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ডব্লিউপিএল। ডব্লিউপিএলে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিলামে খেলোয়াড় কেনা-বেচা চলে। এবারের ডব্লিউপিএলে দেশি-বিদেশি মোট ৮৭ ক্রিকেটার অংশগ্রহণ করছেন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে বেশ জাঁকজমকভাবে।

শনিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পরই গড়ায় আসরের প্রথম ম্যাচ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী। এরপর শুরুতেই মঞ্চে আসেন কিয়ারা আদবানি। মঞ্চে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি ও কৃতি স্যাননের নাচের তালে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়ে যায়। আসরের থিমসংয়ে মুগ্ধ করেছেন পাঞ্জাবি পপস্টার এপি ধিলোন। মঞ্চে জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করে শুরুতেই মাতিয়ে দেন দর্শকদের।

প্রমিলাদের আইপিএলে প্রথম সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন। ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী আইপিএলের।

You might also like
Leave A Reply

Your email address will not be published.