ইব্রাহীম মাহমুদঃ গো উইথ মোজো অ্যান্ড মাল্টিমিডিয়া’- স্লোগানকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোজো ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) যাত্রা শুরু হয়েছে। আজ রাজধানীর বাংলামোটরে সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার (মোজো) যাকারিয়া ইবনে ইউসুফকে আহ্বায়ক এবং দৈনিক মানবজমিনের মাল্টিমিডিয়া হেড আলতাফ হোসাইনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একই সঙ্গে নিউজ হান্টের ডিজিটাল হেড অমৃত মলঙ্গী এবং দৈনিক যায়যায় দিনের মাল্টিমিডিয়া হেড সাইফুল ইসলামকে এ কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন-ইত্তেফাকের আকরাম হোসেন নাঈম , সময়ের আলোর-মামুন সোহাগ , টিবিএসর-রুকাইয়া জহির , যুগান্তরের ফখরুল ইসলাম , আমার সংবাদ-রহমত উল্লাহ, দেশ রুপান্তরের ইসমাঈল হোসেন সিরাজী, ঢাকা পোস্টের আখতারুজ্জামান প্রমুখ।
এছাড়াও আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য সংগ্রহ ও সংগঠনের নীতিমালা প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করবে।