The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ভালবাসা দিবসে ফুল বিক্রির টাকায় হবে প্রীতির চিকিৎসা!

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস একই সাথে বসন্তবরণ উৎসবেও মাতে উঠেছে পুরো ক্যাম্পাস। এমন একটি দিনে অসুস্থ এক সহপাঠির জন্য ভালোবাসার নিদর্শন হিসাবে সামনে এসেছে একদল তরুণ তরুণীর মহতি কার্যক্রম।

লিভার সিরোসিসে আক্রান্ত সহপাঠি প্রীতির চিকিৎসায় অর্থ সহায়তার জন্য এদিন ফুল বিক্রির উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে ফুলের স্টল দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীদের।

অসুস্থ খাদিজা জাকির প্রীতির বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। তার বাবার নাম মো. জাকির হোসেন এবং মা ফরিদা আক্তার। প্রীতিরা দুই বোন। তারমধ্যে প্রীতিই বড়। প্রীতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কয়েকমাস আগে জানা যায় প্রীতি লিভার সিরোসিস নামক এক জটিল রোগে আক্রান্ত। তার সুস্থতার জন্য প্রয়োজন লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই পরিমাণ টাকা প্রীতির পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থসংগ্রহের জন্য এই অভিনব কৌশল হাতে নিয়েছেন।

প্রীতির সহপাঠিরা জানান , প্রীতির সুস্থতার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমরা তার চিকিৎসা সহায়তার জন্য আগেও অর্থসংগ্রহ করেছি। এখন তার ভারতে চিকিৎসা চলছে। আজকে বিভাগের সকল শিক্ষার্থী মিলে এই বসন্ত উৎসবে আমরা ফুলের স্টল দিয়েছি। আমাদের কাছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, গাদা, জিপসি ফুল আছে। ফুল বিক্রি করে যে টাকা আসবে, সবটাই প্রীতির চিকিৎসা বাবদ ব্যয় করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.