The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

রাজনৈতিক দল গঠন করতে চান হিরো আলম

সাঈদ মঈন: যেনো একের পর এক চমক দেখিয়ে চলেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র কিছুদিন আগেও যাকে নিয়ে ছিলো ভদ্র সমাজের হাসি-ঠাট্টা, সেই হিরো আলমই এখন সবাইকে মুগ্ধ করে চলেছেন নিজ কর্মকান্ডে। এতোদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই ছিল বেশি। তবে বগুড়া উপ নির্বাচনে অংশগ্রহণের পর অনেকটাই বদলে গিয়েছে এই চিত্র। সমালোচনাকে অতিক্রম করে হিরো আলমের নিজের লক্ষ্যে পৌঁছানোর এই একাগ্রতায় মোহিত হয়েছেন অনেকেই।

সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে নিয়ে চলমান আলোচনা আরও কয়েকগুণ বাড়িয়েছেন হিরো আলম। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে জার্মানিভিত্তিক গণমাধ্যম ‘ডয়চে ভেলে’র বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক টকশোতে অংশ নিয়েছেন হিরো আলম। সেখানে তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলে যোগদান নয়, বরং ভবিষ্যতে নিজেই নতুন দল গঠন করতে চান তিনি। এখন যেসব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে উল্লেখ করে তিনি বলছেন, দল করলে পরিবর্তন আনতে চান। দেশকে নতুন কিছু দিতে চান।

সঞ্চালক খালেদ মুহিউদ্দীন হিরো আলমের কাছে জানতে চান, হিরো আলমের রাজনৈতিক লক্ষ্য কী? কোনো জোটে বা রাজনৈতিক দলে যোগ দেবেন কি না? সরকার পক্ষে বা বিপক্ষে যাঁরা আছেন, তাঁদের দলে যোগ দেওয়ার জন্য কেউ কোনো যোগাযোগ করেছেন কি না?

জবাবে হিরো আলম জানান তিমি সব সময় জনসেবা করতে পছন্দ করেন। সেই উদ্দেশ্যেই তাঁর রাজনৈতিক কর্মকান্ড। ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তাঁর সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। কোনো দলে যোগ দিবেন কি না, এখন পর্যন্ত ঠিক করেন নি তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.