রিয়ান বিন কবিরঃ জমকালো আয়োজনে পর্দা উঠলো পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ আসরের।এইবারের আসরে ৭ টি ইভেন্টে মোট ১৩ টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রায় চার শতাধিক প্রতিযোগী।যার মধ্যে রয়েছে ক্রিকেট,ব্যাডমিন্টন, টেবিল টেনিস,দাবা,ক্যারাম,লুডু,পিলু পাসিং সহ ইনডোর আউটডোরের জমজমাট সব খেলার ইভেন্টস।
২৯ জানুয়ারি,বেলা ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরল আনোয়ার।বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মফজল আহমেদ।বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মোঃ ফশিউল আলম।সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন জনাব মোহাম্মদ ইউনুস।রেজিস্ট্রার জনাব মোঃ ওবায়দুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,প্রক্টর,অনুষদ,স্পোর্টস ফোরামের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সমন্বয় করেন পিসিআইইউ স্পোর্টস ফোরাম (পিএসএফ) এর কো-অর্ডিনেটর জনাব ইকবাল হোসেন।
ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সাংবাদিকতা বিভাগ বনাম ব্যাবসায় প্রশাসন বিভাগ মুখোমুখি হয়।ব্যাবসায় প্রশাসন বিভাগ ৩৮ রানে জয় লাভ করে।