The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

পাবিপ্রবিতে আইটি ফেয়ার আয়োজিত

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপি অন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার আয়োজন করা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সকান ১০টা ৪৫ মিনিটে একাডেমিক ভবনের সিএসই বিভাগে আইটি ফেয়ারের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

দ্বিতীয় সেশনে ১১টায় গ্যালারি-২ তে ‘বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড নিউরোইমাজিং: কারেন্ট পার্সপেকটিভ এন্ড পটেনশিয়াল’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অব মেডিসিন এন্ড হেলথ বিভাগের লেকচারার ড. তনিমা এস আলী।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুন বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের আইটি ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আমরা নতুন নতুন গবেষক পাবো। তাদের হাত ধরে এগিয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড এম এ মোস্তফা কামাল খান, অধ্যাপক ড. কেএম সালাহ উদ্দিন।সেমিনারে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য হযরত আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, সিনিয়র শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষক নিতুন কুমার পোদ্দার।

উল্লেখ্য আইটি ফেয়ারের উপলক্ষে দিনব্যাপী প্রজেক্ট প্রদর্শনী, প্রোগামিং কনটেষ্ট, আইকিউ কুইজ, ফেয়ার ওয়েল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.