The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

বাউয়েটে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসের টিচার্স পয়েন্টে আজ বুধবার (১৮ জানুয়ারি) বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.)।

প্রধান অতিথি বলেন, ‘সামাজিক দায়বব্ধতার অংশ হিসেবে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ আগামীতে এই অনুষ্ঠান শীতের শুরুতে আয়োজনের আহবান জানান। ভবিষ্যতে কম্বলের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ক্লাবের সদস্য তামান্না। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ক্লাবের সহসভাপতি পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ এবং নাসের আহমেদ, আবির হাসান, তাসনিম হাসান, অশ্রু মন্ডল, নাফিসা নাওয়াল, সাইফুল, মনিরুজ্জামান, রাফি, জনি, দিপসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এবং বিএনসিসির সদস্যবৃন্দ।

উল্লেখ্য এ ক্লাবের উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের ৫০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি হয়ে জমিলা বেওয়া বলেন, ‘ এই কম্বল পাওয়ায় আমার শীতের কষ্ট একটু কমবিনি।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.