The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ইউরো সমমূল্যের স্কলারশিপ

সাঈদ মঈনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে স্কলারশিপের জন্য আবেদনের আহ্বান করেছে বেলজিয়ামের কে ইউ লিউভেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান অনুষদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী এবং প্রতিভাবান শিক্ষার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।

সুযোগ-সুবিধাসমূহ:
• নির্বাচিত শিক্ষার্থীদের ১ বছরের জন্য ১০০০০ ইউরো পর্যন্ত স্কলারশীপ প্রদান করবে বিশ্ববিদ্যালয়।
• স্কলারশিপটি ১ বছরের জন্য টিউশন ফি, বীমা এবং একটি মৌলিক স্বাস্থ্য বীমা কভারেজ কভার করবে।
• শিক্ষার্থীর ফলাফলের উপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য শর্ত সাপেক্ষে স্কলারশিপটি অব্যাহত থাকবে। যোগ্যতা:
• নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। (TOEFL (ন্যূনতম স্কোর 94 ইন্টারনেট-ভিত্তিক কমপক্ষে রিডিং এ ১৯, লিসেনিং-এ ১৮, স্পিকিং-এ ১৯ এবং রাইটিং-এ ২১) বা IELTS (সর্বনিম্ন স্কোর ৭। রিডিং ৬.৫, লিস্টেনিং ৬, স্পিকিং ৬ এবং রাইটিং ৬)।
• আবেদনকারীর প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আনলাইনে আবেদন করতে হবে। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে https://wet.kuleuven.be/english/scienceatleuvenscholarship
আবেদন করতে https://wet.kuleuven.be/apps/fund/new.php

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০২৩।

You might also like
Leave A Reply

Your email address will not be published.