ডিআইইউ প্রতিনিধি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ আয়োজন শুরু হবে আগামী ৭ অক্টোবর(শুক্রবার) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ।
উক্ত টুর্নামেন্টে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে যেখানে সবাইকে এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সকল ব্যাচের প্রতিনিধিদের এই টুর্নামেন্টে যোগদান করতে আগ্রহী ক্রিকেটার খেলোয়াড়দের তালিকা তৈরি করতে বলা হয়েছে।
উক্ত টুর্নামেন্টে প্রতিটি দলে ৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে এবং ২ জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট ৯ জন খেলোয়াড় থাকবে ।টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের মূল্য ৫০০টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দলকে নির্দিষ্ট লোগোসহ জার্সি পরিধান করে খেলায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।