The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪

চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা

সাইফুল মিয়া, চবিঃ লক্ষ্মীপুর জেলা হতে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের’ এর আংশিক ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাহেদ, সাধারণ সম্পাদক গণিত বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরতেজা ইকবাল ও সাংগঠনিক সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইউনুছ আলী নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (৯ মে) দুপুর ১২ ঘটিকায় সংগঠনটির পক্ষে সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মনির উদ্দিন, অধ্যাপক ড. এনায়েত উল্লা পাটওয়ারী, সদ্য সাবেক সভাপতি জাহিদ হোসেন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম নাঈম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সোমবার সকাল ৯ থেকে ১১ ঘটিকায় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে ৯ম কার্যনির্বাহী নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ সাহেদ বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, দায়িত্বে আসার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করাও তেমন কঠিন। সংগঠনের কল্যাণে আমি আমার সবটুকু দিয়ে সংগঠনকে একটি রোল মডেলে রূপদান করব- এ আমার অঙ্গীকার।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইরতেজা ইকবাল বলেন, ‘নির্বাচনের আগে আমি যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি শতভাগ করবো আমাদের এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। শিক্ষার্থীবান্ধব এসোসিয়েশন হিসেবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী বলেন, ‘যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসোসিয়েশনকে আমরা ক্যাম্পাসে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ! লক্ষ্মীপুর জেলার সকল স্টুডেন্টকে ঐক্যবদ্ধ রেখে উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবো। সবার দোয়া কামনা করি।’

উল্লেখ্য, নবগঠিত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.