জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ হলের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ রবিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯ টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল থেকে শুরু হয়ে বেগম সুফিয়া কামাল হলের সামনে এসে শেষ হয়।
এ সময় বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ হল চাই, প্রশাসনের নীরবতা মানি না, মানবা না, আমার বোন হ্যারেজড কেন? প্রশাসন জবাব চাই স্লোগান দিতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।
এ সময় ছাত্রীরা ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ২৪ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিকে শনাক্ত করে হাজির করতে হবে, দেওয়ালের উচ্চতা মিনিমাম ১০ ফুট বাড়াতে হাবে, হাইওয়ে ফেইসিং সিসিটিভি লাগাতে হবে এবং
সবসময় মনিটরিং এর জন্য ১ বা দুইজন লোক রাখতে হবে, চারপাশের মাটি ভরাট করতে হবে এবং ফ্লাড লাইট লাগাতে হবে, গার্ডের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে, নিচতলায় প্রতিটি জানালায় কেসিং লাগাতে হবে, হল এটেন্ডেন্ট পিছনেও রাখতে হবে, দুইজন হল সুপারের উপস্থিতি নিশ্চিত করতে হবে, নিচতলার ডাইনিং ও গণরুমের জানলায় পর্দা নিশ্চিত করতে হবে, নিরপেক্ষ জবাবদিহিতা চাওয়ার অধিকার শিক্ষার্থীদের থাকতে হবে।
যে দাবি গুলো ২৪ ঘন্টার মধ্যে পূরণ করা সম্ভব সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেগুলো ২৪ ঘন্টার মধ্যে পূরণ করা সম্ভব নয় গুলোর উদ্দ্যোগ নিতে হবে। দাবী না মানলে কঠোর পদক্ষেপ নিব বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রবিবার (১২ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল, শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলে ঢুকে ছাত্রীদের অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগালিসহ, হলের জানালার কাঁচ ভাংচুর ও চুরির চেষ্টা চালায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক।