The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫

৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনায় সভা ৯ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: ৪৩তম বিসিএসে গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক মন্তব্যের কারণে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ৯ জানুয়ারি সভায় বসছে।

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা দুই হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে এক হাজার ৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ প্রার্থীরা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

৪৩তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থীরা গত ১ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নেন। তারা জনপ্রশাসন সচিবের কাছেও তাদের দাবি তুলে ধরেন।

এরপর গত ২ জানুয়ারি চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়ার কারণ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। ৫ জানুয়ারি প্রার্থীরা তাদের পুনর্বিবেচনার আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় পৌঁছে দিয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.