The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

২৪ দিনের লম্বা ছুটিতে ঢাকা কলেজ

রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ২৪ দিনের লম্বা ছুটি। দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষ্যে এই ছুটি শুরু হয়েছে। এর আওতায় ২৫ মার্চ (সোমবার) থেকে আগামী এপ্রিল মাসের ১৮ তারিখ (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকা কলেজে বন্ধ থাকবে সবধরনের ক্লাস-পরীক্ষা।

বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান, দোলযাত্রা (২৫ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পুণ্য শুক্রবার (২৯ মার্চ), ইস্টার সানডে (৩১ মার্চ), জুমাতুল বিদা (৫ এপ্রিল), শব-ই-কদর (৭ এপ্রিল), ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজের সব ক্লাস ২৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলেও জানানো হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.