জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশোধিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় সকাল নয়টার পরিবর্তে বেলা একটায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের কিছু পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনার্স তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।