স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির অধীন ‘হেলথ ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিং (এইচইএফ)’ অপারেশনাল প্ল্যানের (ওপি) আওতায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাক/কুরিয়ার/সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
পদের নাম: গবেষণা কর্মকর্তা (বিএনএইচএ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি বা এইচএসসি পাসের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি।
বয়স: ৩০ বছর। তবে যোগ্য প্রার্থীর ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড ৯) অনুযায়ী সর্বসাকুল্যে ৩৫,৬০০ টাকা।
আবেদন যেভাবে
আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সব সনদপত্রের অনুলিপিসহ নিজ হাতে লিখিত আবেদনপত্র ডাক/কুরিয়ার/সরাসরি পৌঁছাতে হবে।
আবেদন ফি
মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও লাইন ডিরেক্টর, এইচইএফ ওপির অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড, আবদুল গণি রোড শাখা, ঢাকা বরাবরে ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও লাইন ডিরেক্টর, হেলথ ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিং ওপি, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আনসারী ভবন (চতুর্থ তলা), ১৪/২, তোপখানা রোড, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল।