The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

সিন্ডিকেট ভাঙতে ববি শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

মেহরাব হোসেন, ববি প্রতিনিধি: সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোডে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে।

সোমবার সকালে অস্থায়ী বাজারে গিয়ে দেখা যায়, করলা কেজি ৫০ টাকা, পেঁপে কেজি ৩৫ টাকা, পটল কেজি ৫০ টাকা, মূলা প্রতি কেজি ৩০ টাকা, লাফা কেজি ৫৫ টাকা, কুমড়া কেজি ৫৫ টাকা, লেবুর হালি ১৫ টাকা, জলপাই কেজি ৩৫ টাকা, শাকের আঁটি ১৫ টাকা, কাঁচা মরিচ কেজি ১২০ টাকা, শিম কেজি ১২০ টাকা, ধনিয়া পাতা ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ন্যায্যমূল্যে নিত্যপণ্যের ক্রেতারা জানান, শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছেন তা বাজার থেকে কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা কম। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেকেই ভিড় করছেন এ দোকানে।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে হাজী সেলিম নামে একজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগ এটি। মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে। তবে, প্রশাসনের আরও শক্তভাবে বাজার মনিটরিং করা উচিত। আর শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে তা সাধারণ মানুষের খুবই কাজে আসবে।

উদ্যোক্তা মমিনুল ইসলাম রানা জানান, বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়। সেই কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, বাজার সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্য কৃষক থেকে যে দামে বা আরত থেকে যে দামে মাল কিনবো সেই দামেই আমরা ক্রেতাদের হাতে তুলে দিব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.