ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে সেখান থেকে ফিরে গেছেন তারা।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এ ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড় ছাড়েন শিক্ষার্থীরা।
এর আগে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫ ঘণ্টা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর সায়েন্সল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। রাজধানীজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট।
এদিকে বারবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার কারণে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অস্বস্তি। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ সাধারণ মানুষের।