স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় বারের মতো সাফ শিরোপা জেতায় বাংলাদেশ নারী দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
কিছুক্ষণ আগে বাফুফে ভুবনে সাফ জয়ী নারী দলকে সংবর্ধনা দেয়ার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
এসময় আসিফ মাহমুদ জানান, আগামী শনিবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নারী দলকে সংবর্ধনা দেবেন।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবিনা-ঋতুপর্ণাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার দেবে বলে জানা গেছে।