সাংবাদিক সাব্বির আহমেদের ওপর রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, অপরাধীদের ক্ষেত্রে তার সংগঠনে জিরো টলারেন্স নীতি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা অবলম্বন করি। শুদ্ধ অভিযান পরিচালনা করি।
সাদ্দাম বলেন, তাই বলব- সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিচ্যুতি ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।
ক্যাম্পাস সাংবাদিকতার প্রসঙ্গ টেনে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গণমাধ্যমের স্বাধীনতা-সাংবাদিক যেন নির্বিঘ্নে গণমাধ্যমের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সেই ব্যাপারে আমরা শতভাগ দায়বদ্ধ থাকব। ক্যাম্পাস ডেমোক্রেসি এবং ক্যাম্পাস জার্নালিজম মুক্ত, স্বাধীনভাবে, নিঃসংকোচিতভাবে করতে পারে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা আগামীতেও অক্ষুন্ন রাখার চেষ্টা করবে।
তিতুমীর কলেজসহ মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের সব কমিটির বিষয়ে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে মেয়াদোত্তীর্ণ যেসব কমিটি রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সম্মেলন করছি। কর্মিসভা করছি। তিতুমীর কলেজে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হবে।
একই সঙ্গে সম্মেলনের তারিখ দ্রুতই ঘোষণা করা হবে বলেও জানান কেন্দ্রীয় সভাপতি।