ঈদ মানে আনন্দ,ঈদ মানে বছর শেষে পরিবারের সাথে একটুখানি সুখের সময় কাটানো।ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলেই ছুটে যায় আপন ঠিকানায়।
বছর ঘুরে আসে ঈদ। ঈদে সবাই নাড়ির টানে ছুটে চলে নিজের পরিবারের কাছে। ঈদে সবাই নাড়ির টানে বাড়ি ফিরলেও বাড়ি ফেরা হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত এসব নিরাপত্তা কর্মীরা নিজেরা ছুটি না পেলেও ঈদের আনন্দকে ছুটি দিয়ে হাসিমুখে পালন করছে তাদের দায়িত্ব।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মী জানায়, বাড়িতে ছেলেমেয়ে আছে তাই
ঈদে বাড়িতে যেতে না পেরে পরিবারকে খুব মিস করছি কিন্তু ভালোই লাগছে। ঈদের পরে বাড়িতে যাবো।বেতন বোনাস বাড়িতে পাঠাইছি ছেলেমেয়েদের ঈদের পোশাক ও ঈদে বাজার করার জন্য। আমরা ঈদের ভিতর সবাই একসাথে বাড়িতে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষা করবে কে এটা যে আমাদের দায়ীত্ব।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এসব নিরাপত্তা কর্মীদের নিজেদের দায়িত্ব যেনো ঈদের আনন্দের থেকেও গুরুত্বপূর্ণ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মোট নিরাপত্তা কর্মী ১২ জন এর ভিতর কয়েকজন বাড়িতে গেলেও বেশিরভাগ নিরাপত্তা কর্মীই তাদের দায়ীত্বের কাছে বাধা পরে পরিবারবিহীন ঈদ পালন করছে নিজের কর্মস্থলে। নিজে বাড়িতে যেতে না পারলেও পরিবারের মুখে হাসি ফোটাতে ঠিকই পরিবারকে নিজের উপার্জনের সবটুকু পাঠাতে পেরে খুশি এসব মানুষ।ঈদের পর বাড়িতে যেতে পারবে এটাই যেনো তাদের এক অন্যরকম আনন্দ।