শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখতে চান না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিন বলেন, করোনার সংক্রমণ কমে আসছে, আমরা আশাবাদী যে এরপর আর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার তারিখ বাড়াতে হবে না।
শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দীপু মনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর বলেন, এই সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আমাদের পরবর্তী সভা হবে। যেহেতু এখন সংক্রমণের হার কমে আসছে সেজন্য আমরা আশাবাদী যে এরপর আর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার তারিখ বাড়াতে হবে না। যদিও আমি এই মুহূর্তে সুস্পষ্টভাবে বলতে পারছি না। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবো।