The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

নির্বাচনে হেরে ‘ঘুষের’ টাকা ফেরত পেতে থানায় দ্বরস্ত সভাপতি প্রার্থী

বগুড়া জেলার ধুনট উপজেলায় এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়েছে সম্প্রতি। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়ে ঘুষের টাকা ফেরত পেতে আবদুল হান্নান নামের এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী।

পরাজিত প্রার্থী এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ তারেক হেলাল গতকাল রোববার রাতে ধুনট থানায় এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এম এ তারেক হেলাল ও এলাঙ্গী ইউপির বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হক। ২৫ মার্চ ৯ সদস্যের ভোটের মধ্যে তোজাম্মেল হক ৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং এম এ তারেক হেলাল চার ভোট পেয়ে পরাজিত হন। এ নির্বাচনে সভাপতি পদে তিনটি ভোট দেওয়ার কথা বলে ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এম এ তারেক হেলালের কাছ থেকে শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান ছয় লাখ টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নিয়ে ভোট না দেওয়ায় নির্বাচনে এম এ তারেক হেলাল পরাজিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘুষের ছয় লাখ টাকা ফেরতের দাবিতে এম এ তারেক হেলাল ২৬ মার্চ রাতে শিক্ষক আবদুল হান্নানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে এম এ তারেক হেলাল বলেন, ‘শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান তিনটি ভোট দেওয়ার কথা বলে আমার কাছ ছয় লাখ টাকা নিয়েছেন। কিন্তু তাঁরা আমাকে ভোট দেননি। এ কারণে আমি পরাজিত হয়েছি।’

অভিযোগের বিষয়ে আবদুল হান্নান বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তাঁকে ভোট দেওয়ার বিষয় আমার সঙ্গে কোনো ধরনের কথা হয়নি। হেরে গেলে মানুষ অনেক কিছুই দাবি করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছয় লাখ টাকার দাবিতে শিক্ষকের বিরুদ্ধে এম এ তারেক হেলালের দায়ের করা অভিযোগটি তদন্ত কার্যক্রম চলমান আছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. অপরাধ ও শৃঙ্খলা
  3. নির্বাচনে হেরে ‘ঘুষের’ টাকা ফেরত পেতে থানায় দ্বরস্ত সভাপতি প্রার্থী

নির্বাচনে হেরে ‘ঘুষের’ টাকা ফেরত পেতে থানায় দ্বরস্ত সভাপতি প্রার্থী

বগুড়া জেলার ধুনট উপজেলায় এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়েছে সম্প্রতি। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়ে ঘুষের টাকা ফেরত পেতে আবদুল হান্নান নামের এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী।

পরাজিত প্রার্থী এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ তারেক হেলাল গতকাল রোববার রাতে ধুনট থানায় এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এম এ তারেক হেলাল ও এলাঙ্গী ইউপির বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হক। ২৫ মার্চ ৯ সদস্যের ভোটের মধ্যে তোজাম্মেল হক ৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং এম এ তারেক হেলাল চার ভোট পেয়ে পরাজিত হন। এ নির্বাচনে সভাপতি পদে তিনটি ভোট দেওয়ার কথা বলে ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এম এ তারেক হেলালের কাছ থেকে শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান ছয় লাখ টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নিয়ে ভোট না দেওয়ায় নির্বাচনে এম এ তারেক হেলাল পরাজিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘুষের ছয় লাখ টাকা ফেরতের দাবিতে এম এ তারেক হেলাল ২৬ মার্চ রাতে শিক্ষক আবদুল হান্নানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে এম এ তারেক হেলাল বলেন, ‘শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান তিনটি ভোট দেওয়ার কথা বলে আমার কাছ ছয় লাখ টাকা নিয়েছেন। কিন্তু তাঁরা আমাকে ভোট দেননি। এ কারণে আমি পরাজিত হয়েছি।’

অভিযোগের বিষয়ে আবদুল হান্নান বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তাঁকে ভোট দেওয়ার বিষয় আমার সঙ্গে কোনো ধরনের কথা হয়নি। হেরে গেলে মানুষ অনেক কিছুই দাবি করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছয় লাখ টাকার দাবিতে শিক্ষকের বিরুদ্ধে এম এ তারেক হেলালের দায়ের করা অভিযোগটি তদন্ত কার্যক্রম চলমান আছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন