স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম সেই ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ ক্রিকেট দল। শের-ই বাংলার স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে আগামী মঙ্গলবার লড়বে দুই দল। তার আগে গতকাল বন্দরনগরীতে পা রাখে আফ্রিকা এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর দিন আজ রোববার দুপুরে অনুশীলনে নামে বাংলাদেশ দল। সাগরিকার তপ্ত রোদে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত থাকে ক্রিকেটাররা। প্রথম টেস্টে দলকে সবথেকে বেশি ভুগিয়েছে ব্যাটিং অর্ডার।
দলের টপ অর্ডার ব্যাটাররা পারেননি রান তুলতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হকরা ছিলেন একেবারেই ব্যর্থ। যে কারণে ব্যাটিং নিয়ে চিন্তার শেষ নেই দলের। জহুর আহমেদে তাই ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছেন ব্যাটাররা। শান্তকে দেখা গেছে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের ক্লাসের মনোযোগী ছাত্র হিসেবে।
এছাড়া মুশফিকুর রহিম, লিটন দাসরাও নিজেদের ব্যস্ত রেখেছিলেন অনুশীলনে।