The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জেরে জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত ওই নেতার নাম সেলিম রানা৷ তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের ৫নং সহ-সভাপতি।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগ উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর আহমেদ জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানা (মনোবিজ্ঞান বিভাগ, সেশন: ২০১৯-২০) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সেলিম রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী। শুক্রবার আওয়ামী লীগের শান্তি সমাবেশ দলীয় নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেলিম রানা। সেই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সহ-সভাপতির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এ প্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রলীগ সেলিম রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।

শুক্রবার গুলিস্তানে আওয়ামীলীগের শান্তি সমাবেশ চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিম রানা নেতাকর্মীদের সাথে হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে তিনি সংঘর্ষে লিপ্ত হয়। সেই সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সহ-সভাপতির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

এবিষয়ে কথা বলতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সেলিম রানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জেরে জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জেরে জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত ওই নেতার নাম সেলিম রানা৷ তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের ৫নং সহ-সভাপতি।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগ উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর আহমেদ জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানা (মনোবিজ্ঞান বিভাগ, সেশন: ২০১৯-২০) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সেলিম রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী। শুক্রবার আওয়ামী লীগের শান্তি সমাবেশ দলীয় নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেলিম রানা। সেই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সহ-সভাপতির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এ প্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রলীগ সেলিম রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।

শুক্রবার গুলিস্তানে আওয়ামীলীগের শান্তি সমাবেশ চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিম রানা নেতাকর্মীদের সাথে হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে তিনি সংঘর্ষে লিপ্ত হয়। সেই সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সহ-সভাপতির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

এবিষয়ে কথা বলতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সেলিম রানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন