The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মাভাবিপ্রবির ৬৭ শিক্ষকের বিবৃতি প্রদান

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক এক যৌথ বিবৃতির মাধ্যমে বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সঙ্গত দাবিগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

২রা আগস্ট ২০২৪ইং, শুক্রবার বিকালে শিক্ষকবৃন্দ এক বিবৃতিতে আন্দোলনের সমন্বয়কদের সাথে অতিদ্রুত আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, সারা দেশে ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষ যারা বিনা বিচারে আটক আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া এবং গণগ্রেফতার, বিশেষ করে শিক্ষার্থীদেরকে যেভাবে বাসায় বাসায় গিয়ে ভয়- ভীতি প্রদর্শন ও গ্রেফতার করা হচ্ছে, এমন দমন-নিপীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সাথে, ভবিষ্যতে এই অজুহাতে কোন শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক ও রাষ্ট্রীয় যে কোন ধরণের হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করতে জোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিদাতা শিক্ষকবৃন্দ:

ড. মো. ফজলুল করিম, ড. মো. আবীর হোসেন, রেজোয়ানা আফরিন, এ এস এম দেলোয়ার হোসেন, ড. মো. বদরুল আলম মিয়া, মোঃ. আল আমিন, ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, ড. মো. বশির উদ্দিন খান, ড. মো. আবদুর রহমান, ফারহানা আক্তার, ড. মোছা. নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, ড. মোস্তফা কামাল নাসির, ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মো. ইমাম হোসেন, ড. মো. খায়রুল ইসলাম, মো. কামাল হোসেন রিপন, মো. মাহফুজ রেজা, ড. কানিজ মরিয়ম আক্তার, ড. উম্মে সালমা, মাহমুদা বিনতে লতিফ, ড. আয়শা ফেরদৌসী, ড. মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, ড. অনিমেষ সরকার, ড. মেহেদী হাসান তালুকদার, ড. এ কে এম মহিউদ্দিন, মো. মোসাদ্দিক হাসান, ড. মো. আনোয়ার হোসেন, ড. মো. মাহবুবুল বাশার, ইশরাত জাহান ইরা, ফাহমিদা আক্তার, ড. কে এম কাদেরী কিবরিয়া, মুনমুন বিনতে আজিজ, রেজাউল করিম, সাবরিনা হেলেন, এস, এম, শামীম, মো. সালাউদ্দিন, ড. মো. আবু রাশেদ, সায়েমা আরেফিন, মেসবাহ উদ্দিন তালুকদার, মাহফুজা আক্তার, মাহবুবা বেগম, সুব্রত ব্যানার্জী, খায়রুন্নাহার মুন্নী, নিলুফার ইয়াসমিন, আওরঙ্গজেব আকন্দ, শিশির মিয়া, লুবনা ইয়াসমিন, মোহা. সুলতান আহাম্মেদ, ড. ফারাহ সাবরিন, সাজজাদ ওয়াহিদ, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, নোমান হাসান, ড. আব্দুল গাফফার খান, মো. আশিকুল ইসলাম, নিশাত আক্তার, রোকসানা খানম, মো. রাকিবুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, সায়মা হোসেন সেতু, ড. মোহাম্মদ মতিউর রহমান, ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ, মো. নাসির উদ্দিন, মো. সিরাজ-উদ-দৌলা শামিম, আফিয়া আক্তার পিয়া, ড. মো: রাশেদুজ্জামান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.