সরকারি অনুদানের ছবি ‘মায়া’ তে সাকিবের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি, এমন ঘোষণা সাকিব খান নিজেই দিয়েছিলেন। তারপর অনেক জল ঘোলা হয়েছে। কোন এক অজ্ঞাত কারণে এই সিনেমা থেকে পূজা বাদ পড়েন।
সরকারি অনুদানে তৈরি হতে যাওয়া ‘মায়া’ সিনেমা নিয়ে নাটক কম হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কী? যেহেতু সরকারি অনুদানের সিনেমা। এটি নির্মিত হবে। তবে পূজা চেরি থাকবেন কি না তা শাকিবের দিক থেকে নিশ্চিত হলেও শেষটা এখনো বাকি রয়েছে।
সম্প্রতি অমর একুশে বইমেলায় গণমাধ্যমের সঙ্গে আলাপ হয় পূজা চেরির। পূজা চেরি বলেন, আমাকে বাদ দেয়নি, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’
মায়ায় যদি অভিনয়ের আহ্বান জানানো হয়, সে ক্ষেত্রে অভিনয় করবেন কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সে ক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব, না করার কারণ নেই।’