কুবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র শহীদ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী আবদুল কাইয়ুমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (৩০সেপ্টম্বর) প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে কাইয়ুমের সহপাঠীদের হাতে ২ লক্ষ ২৫ হাজার ৪শত ৪৫ টাকার চেক প্রদান করা হয়।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ আবু তাহের বলেন, শিক্ষক সমিতির দীর্ঘ দিনের জমানো টাকা আমরা শহীদ পরিবারকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। আমরা সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি থাকবো। যদি শহীদ আবদুল কাইয়ুম পরিবারের আরও আর্থিক সহায়তা লাগে শিক্ষক সমিতি সবসময় এগিয়ে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের। এ ছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।