শতাধিক প্রদীপ জ্বালিয়ে ইবিতে দীপাবলি উৎসব উদযাপন
ইবি প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই উৎসব উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা। এসময় মন্দিরে প্রসাদ বিতরণ, আরতি প্রদান, ধর্মীয় সংগীত, আলোকসজ্জার পাশাপাশি মন্দিরে, মণ্ডপ ও টিএসসিসি চত্বরে সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাফসানা আরা জুমা বলেন, আমি সনাতন ধর্মালম্বী নয় কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমি মনে করি ধর্ম যার যার উৎস সবার। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই দীপাবলি দেখতে আসলাম। জীবনের প্রথম অংশ গ্রহণ করে ভালো লাগছে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী স্বপন রায়ের কাছ থেকে ধর্মীয় উৎসব পালন বাঁধাগ্রস্থ কিনা জানতে চাইলে বলেন, উৎসব পালনে আমাদের কোনো বাঁধা নেই। যথেষ্ট শ্রদ্ধার এবং স্বতঃস্ফূর্ততার সাথেই আমরা ধর্মীয় উৎসব পালন করছি। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।