থুতু দিয়ে টাকা গোনার অভ্যাস বা বদভ্যাস আছে অনেকের। কিন্তু থুতু দিয়ে আটা মাখিয়ে রুটি বানানো? এমটা শোনা যায় কি? হ্যাঁ, এমনই কাণ্ড করে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম তাসিরুদ্দিন। গাজিয়াবাদের সাহিবাবাদের একটি হোটেলে কাজ করতেন তিনি। গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে ঘুরছে একটি ভিডিয়ো। তাতে দেখা যায়, থুতু দিয়ে একের পর এক রুটি তৈরি করছেন এক ব্যক্তি। দৃশ্য দেখে চোখ কপালে ওঠে সকলের। দাবি ওঠে ওই ব্যক্তির গ্রেফতারির।
পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে গাজিয়াবাদের একটি হোটেলে এই কাণ্ড ঘটেছে। তিলা মোড় থানার পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে ফেলে। কিন্তু কী কারণে তাসিরুদ্দিন এই কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি। সাহিবাবাদের এসপি পুনম মিশ্র সংবাদ সংস্থাকে বলেন, ‘‘সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায় থুতু দিয়ে এক ব্যক্তি রুটি বানাচ্ছেন। এই ঘটনায় গত ১৮ জানুয়ারি একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।’’
ওই পুলিশ আধিকারিক আরও জানান, খোঁজখবর করে গত ১৯ জানুয়ারি ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ। এর পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। [সূত্র: আনন্দবাজার]
#Ghaziabad: #Man spits on #chapati before #cooking | Accused Mohsin is arrested. #journalist #AnuragSason #News #crime #roti pic.twitter.com/nxeVfL01Fm
— Journalist Anurag K Sason (@AnuragSason) March 14, 2021